নিজস্ব প্রতিনিধি ঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ডেঙ্গু মশা নির্মূলের লক্ষ্যে, “পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ হবে ডেঙ্গু বিস্তার” ও গাছ লাগাই পরিবেশ বাঁচাই” শ্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতার জন্য সপ্তাহব্যাপী জন-সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান।
সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্যোক্তা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা পল্লব রাশেদের সঞ্চালনায়, বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা কৃষকলীদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানসহ আরও অনেকেই।
এ কার্যক্রমের আয়োজকরা জানান, উদ্বোধনের দিনসহ টানা সাতদিন কিশোরগঞ্জ পৌরসভার প্রতিটি বাড়িতে ডেঙ্গু মশা নির্মূলে জনসচেতনতায় লিফলেট ও গাছের চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply