আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিশালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্ম বার্ষিকী পালন

মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশালঃত্রিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালন করেছেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।

শনিবার (০৫ আগস্ট) সকালে পৌরসভা কার্যালয় চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি শ্রদ্ধাপর্ণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ত্রিশাল পৌরসভার পর পর তিন বারের নির্বাচিত মেয়র আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহে -৭ ত্রিশাল আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ১রাশিদুর হাসান বিপ্লব, সাবেক প্যানেল মেয়র -২ ও বর্তমান কাউন্সিলর মেহেদী হাসান নাছিম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শহিদুল ইসলাম স্বপন,উপজেলা বঙ্গবন্ধু শিশু একাডেমীর সভাপতি ফকরুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমনসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের কয়েকশত নেতা কর্মী। পরে মেয়র তাঁর বক্তব্যে বলেন, আজকে শেখ কামালের জন্মদিন তাঁর আত্মার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। আজ যদি শহীদ শেখ কামাল বেঁচে থাকতো হয়তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পরিচালনা করতো। ১৯৭৫সালে ১৫আগষ্ট পাক প্রেত্তাতারা রাতের অন্ধকারে বঙ্গবন্ধু মুজিব সহ তাঁর স্ব-পরিবারের লোকজন হত্যা করেন সেখানে শেখ কামাল ও তাঁর সহধর্মিণীসহ শহীদ হন। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা ১৯৭৫সালে শহীদ হয়েছেন সকলের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
এছাড়াও ত্রিশাল উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ আলাদা আলাদা জন্মদিন পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category