আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফরমায়েশি রায়ের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপির সমাবেশ

নিজস্ব  প্রতিনিধি ঃ

ফরমায়েশি রায়ের প্রতিবাদে সমাবেশ করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
৪ আগস্ট শুক্রবার বিকালে শহরের ঐতিহাসিক রথখোলা মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম শরিফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল, সহ-সভাপতি রুহুল হুসাইন, সহ-সভাপতি এডভোকেট জালাল উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট জালাল মোঃ গাউছ, সহ-সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, মোঃ নাজমুল আলম, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাকসহ অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নেতারা তাদের বক্তব্যে বলেন, আদালতকে নিয়ন্ত্রণ করে ফরমায়েশি রায়ের মাধ্যমে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, এর সাজা দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক আজকের এই সমাবেশ। সরকার এখন পাগলা কুকুরের মতো হয়ে গেছে, তাই আমরাও এই সরকারের পতন না-হওয়া পর্যন্ত মুগুর হাতে রাজপথেই শান্তিপুর্ণ আন্দোলন চালিয়ে যাবো।
সমাবেশ শুরুর আগে কিশোরগঞ্জ সদর সহ বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category