নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ সদরের মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া হতে নারী ও শিশু নির্যাতন আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ানো আসামী মো: মুর্শিদ (৩৮)কে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয় কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিধানিক দল ৪ আগষ্ট রাত একটায়, র্যাব-১৪, সিপিসি -২ এর সহযোগিতায় কিশোরগঞ্জ সদরের মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়ায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী মো: মুর্শিদকে গ্রেফতার করে।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী মোঃ মুর্শিদ সদরের বাক্সরখিলা গ্রামের মো: আবু জাহেদ ও আছিয়া খাতুনের ছেলে।
সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন পালিয়ে বেড়ায়, আসামীকে ধরার জন্য জেলা পুলিশের চৌকশদল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং সোর্স এর মাধ্যমে আসামীর অবস্থান নির্ণয় করে তাকে গ্রেপ্তার করে।
উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply