নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও নিরাপদ সড়ক চাই নিসচা কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা, বাদল রহমানের (৬২) মরদেহ উদ্ধারের ১৫ দিন অতিবাহিত হলেও মৃত্যু রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।
২৪ জুলাই সোমবার সকালে যশোদলবাসীর আয়োজনে কিশোরগঞ্জ জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) এর সভাপতি ডা. দ্বীন মোহাম্মদ, নিহতের বড় ভাই আতাউর রহমান খান মিলন, বড়ছেলে আসিফুর রহমান শাহীল, জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আল আমিনসহ জেলা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ যশোদলের ইউপি সদস্যগণ।
বক্তাগণ তাদের হুশিয়ারি বক্তব্যে বলেন এমন একজন ব্যাক্তির মরদেহ উদ্ধার করে ১৫ দিন অতিবাহিত হলেও মৃত্যু রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। দ্রুত এ মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানিয়ে প্রসাশনের প্রতি আগামী ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়ে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন বক্তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা।
Leave a Reply