আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি ঃ শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি। অগ্রযাত্রার রাজনীতির অগ্রনায়ক, আধুনিক বাংলাদেশের রুপকার, কিংবদন্তী রাজনৈতিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে দোয়া আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই শুক্রবার সকালে, কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনে, পুরানথানাস্থ পার্টির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, বাদ জুমা শেষে মাদ্রাসার এতিম ছাত্র ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।


আলোচনা সভায় জেলা জাতীয় পার্টির আহবায়ক এড.আশরাফ উদ্দিন রেনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাপা নেতা সদরের সাবেক চেয়ারম্যান ডাক্তার আব্দুল হাই। বক্তব্য রাখেন জেলা জাপার যুগ্ন আহবায়ক কাউন্সিল আ.গণি,সাবেক ছাত্রনেতা জাপা যুগ্ন আহবায়ক সাদেকুর রহমান সাদেক, জাপা সদর কমিটির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আ.করিম,জেলা ছাত্র সমাজের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, নিকলী-বাজিতপুর আসনের প্রার্থী জাপা নেতা এডভোকেট শামছুল আলম, জাপা নেতা ডা.সেলিম জাভেদ, জাপা নেতা এড জাহাঙ্গীর আলম শওকত প্রমুখ।
বক্তারা বলেন, টানা নয় বছরের সফল রাষ্ট্রনায়ক জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমলে গ্রাম-গঞ্জের উন্নয়নের কথা আজও মানুষ স্মরণ করে। জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে সাধারণ মানুষ ভালো থাকে।
প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিদ্রেহী আত্মার মাগফিরাত শান্তি কামনায় বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category