নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই সকাল সোয়া আটটায় হোসেনপুর থানার জিনারী এলাকায় অভিযান চালিয়ে কিশোরী ধর্ষণের ঘটনায় মো. আলমগীর নামের ২১ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়।
বিবাদী আলমগীর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী এলাকার মো. বারেক মিয়ার ছেলে।
বিবাদী আলমগীর রাত্রিবেলায় সংগোপনে এক কিশোরীর কক্ষে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে কিশোরীকে একাধিক বার ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
মামলা দায়েরের পরপরই পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)এর নির্দেশে হোসেনপুর থানার একটি চৌকস টিম বিবাদী আলমগীর (২১)কে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ধর্ষক আলমগীরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিবাদী মো. আলমগীর ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply