নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের ইটনায় হাওরের পানিতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর এক কার্গো শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (১২ জুলাই) সকাল ৯টায় ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে এলংজুড়ি কাকটেঙ্গুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কার্গো শ্রমিক মুসলিম উদ্দিন (৫০) সুনামগঞ্জ জেলার ত্রিপুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি জানান, গত সোমবার (১০ জুলাই) সিলেট থেকে পাথরবোঝাই কার্গো নিয়ে ময়মনসিংহের নান্দাইলের তারেরঘাট এলাকায় যাচ্ছিলো কার্গোটি। মুসলিম ওই চলন্ত কার্গোর ছাদে হাল ধরা অবস্থায় ছিলেন।
কার্গোটি ঐদিন সন্ধ্যা সাতটায় ইটনার হাজারিকান্দা হাওরের ডুবোচরে হঠাৎ আটকে গেলে প্রচণ্ড ঝাঁকুনিতে তিনি পানিতে পড়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। খবর পেয়ে আমরা উদ্ধার অভিযানে নামি। ৪২ ঘন্টা পর ঘটনাস্থল হতে চার কিলোমিটার দূরে মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে ইটনা থানায় হস্তান্তর করা হয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, নিহত মুসলিমের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
Leave a Reply