নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক বিরোধী অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুলাই রাত সাড়ে এগারোটায় হোসেনপুর থানার পূর্ব দ্বীপেশ্বর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো: আজিজুল ইসলাম (৩৭), মোঃ রবি (৩৭) ও মোঃ জুয়েল মিয়া (৩৫)দেরকে ইয়াবা বিক্রয় করার সময় আটক করে হোসেনপুর থানা পুলিশ। এবং তাদের নিকট থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদক কারবারি মোঃ আজিজুল ইসলাম উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে, মোঃ রবি পূর্ব দ্বীপেশ্বর এলাকার মৃত আরিফ উদ্দিনের ছেলে ও মোঃ জুয়েল মিয়া পূর্ব দ্বীপেশ্বর এলাকার আঃ হাই এর ছেলে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে হোসেনপুর থানাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছে।
এ ঘটনায় হোসেনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply