মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা:
সুইডেনে একটি মসজিদের সামনে পবিত্র কুরআন পুড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ও এই ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শাখা বিক্ষোভ মিছিল করেছে মাধবদী পৌর শহরের বিভিন্ন সড়ক ও অলি গলিতে । আজ ৭ জুলাই শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে আকবর কমপ্লেক্স (জালপট্টি) মসজিদ থেকে শুরু করে মাধবদী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো জালপট্টি মসজিদ প্রাঙ্গনে এসে জামায়াত ইসলামী মাধবদী শাখার নেতারা এসময় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ করে। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবদী থানা ও পৌর শাখার নেতা মোঃ জাফর উল্লাহ খান, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ। বক্তব্যে বক্তারা বলেন- গত কয়েকদিন পূর্বে সুইডেনে একটি মসজিদের সামনে মুসলমানদের প্রিয় ধর্মগ্রন্থ আল কুরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানায়। আমরা বাংলাদেশ সরকারের কাছে আশা করবো অতি শীঘ্রই সংসদে নিন্দা প্রস্তাব পাশ করে জাতি সংঘের কাছে প্রেরণ করবেন। সুইডেন নিঃশর্তে ক্ষমা চাওয়া পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাবো। বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখা, মাধবদী পৌর শাখা , বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও একই সময়ে মাধবদী থানা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগেও পৃথক একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাধবদী থানা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মুফতী ইহতেশামুল হক কাসেমী, সাধারন সম্পাদক মাওলানা আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক মুফতী ইসহাক আল গাজীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কাশিপুর মসজিদ থেকে শুরু করে মাধবদী পোস্ট অফিস মোড়ে এসে সুইডেনে আল কোরআন পোড়ানোর প্রতিবাদে জানিয়ে তীব্র নিন্দা জানিয়ে ও দ্রুত বিচারের দাবী জানিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য বিক্ষোভ মিছিলটি শেষ করে।
Leave a Reply