মোঃ আসাদুল ইসলাম মিন্টু,ত্রিশালঃ”তারুণ্যের দক্ষতাকে কাজে লাগাবো, স্মার্ট বাংলাদেশ ২০৪১ গড়ব” এই স্লোগানকে নিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত ৬মাস মেয়াদী (বেসিক) কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট, এডমিট কার্ড ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
৬জুলাই (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা পরিষদের (প্রয়াত রাশেদুল ইসলাম) হলরুমে উপজেলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোজাম্মেল হকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ,সাবেক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল-মাহমুদ।
উল্লেখ্য,উপজেলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোর্স সম্পন্ন করে দক্ষতা অর্জন করে অনেক শিক্ষার্থী দেশের সরকারি-বেসরকারি দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছে।এবং পরনির্ভরশীলতা কাটিয়ে নিজের যোগ্যতায় ঘরে বসে গ্রাফিক্স ডিজাইন ও ফিল্যান্সিং এর কাজ করে বেকারত্ব দূর করছে।
Leave a Reply