নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র একটি আভিধানিক দল ৩ জুলাই দিবাগত রাত আড়াইটায় (অর্থাৎ ৪ জুলাই) কটিয়াদী থানার দক্ষিণ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা বিক্রি করার সময় মোঃ ফরিদ মিয়া (৫০)কে আটক করে। এবং তার নিজ হেফাজতে থাকা সর্বমোট ৩ (তিন) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আটক মোঃ ফরিদ মিয়া (৫০) স্থানীয় এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতেও বিক্রয় করে আসছে।
এ ঘটনায় কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply