নিজস্ব প্রতিনিধি: ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১টায় কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ্যের ভূমিকা’ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কিশোরগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম তালুকদার।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, ব্রাকের জেলা সমন্বয়ক মোঃ তারিকুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হক, সুপরিচিত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, বাংলাভিশনের জেলা প্রতিনিধি একে নাছিম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা ক্যাবের সভাপতি সাংবাদিক আলম সারোয়ার টিটু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, মানবজমিনের স্টাফ রিপোর্টার মোঃ আশরাফুল ইসলাম, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভূঁইয়া রিপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ভূপাল চন্দ্র নন্দী প্রমূখ।
বক্তরা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নিরাপদ খাবার নিশ্চিতের কোন বিকল্প নেই। খাদ্যের উৎপাদন ও কৃষি পর্যায়ে গুরুত্বে সাথে বিবেচনায় রেখে আমাদের খাদ্য নিরাপদ রাখার কৌশল ঠিক করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি আমাদের সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর থেকে ভোক্তার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে এ দপ্তর।
এসময় জেলা নিরাপদ খাদ্য অফিসের অন্যান্য কর্মকর্তা, এনজিও কর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply