নিজস্ব প্রতিনিধি ঃজামালপুর বকসীগঞ্জের বাংলানিউজ টোয়েন্টিফোর. কম, দৈনিক মানব জমিন ও ৭১ টিভিতে কর্মরত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন।
১৮ জুন রোববার বেলা এগারোটা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা সম্মিলিত সাংবাদিক সমাজসহ চারটি সাংবাদিক সংগঠন।
মানববন্ধনে কিশোরগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বলেন, যারা গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং সারাদেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিগত দিনে
সাগর-রুনিসহ সাংবাদিক হত্যা-নির্যাতনের সুষ্ঠু বিচার হয়নি বলেই সাংবাদিকরা বার বার নির্মমতার শিকার হচ্ছে বলেও দাবি সাংবাদিকদের। সারাদেশে হত্যা-নির্যাতনের শিকার সকল সাংবাদিকদের সুষ্ঠু বিচার না হলে পেশাদারিত্বের পাশাপাশি রাজপথে থাকার হুমকি দেন সাংবাদিকরা।
এসময়, জেলা সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে বক্তব্য রাখেন- দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর মধ্যাঞ্চলীয় প্রতিবেদক সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সুবীর বসাক, নিউ নেশনের সিনিয়র স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু, সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, গাজী টিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি শফিক আদনান, ইন্ডিপেন্ডেট টিভির জেলা প্রতিনিধি শাহজাহান সাজু, মানবজমিন এর স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিন, মোহনা টিভির জেলা প্রতিনিধি রুহুল আমিন চৌধুরী জুয়েল, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মো. ফারুকুজ্জামান, আরটিভি’র জেলা প্রতিনিধি তানবীর হায়দার ভূঁইয়া, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এসকে রাসেল, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, বিজয় টিভির জেলা প্রতিনিধি শরফউদ্দিন হোসাইন জীবন এবং জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, জেলা সাংবাদিক ইউনিট ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ শাখার সভাপতি সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply