নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
কিশোরগঞ্জ জেলা পুলিশ এর মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬জুন) সোয়া এগারোটায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)র একটি ঠিম পাকুন্দিয়া উপজেলার কুর্ষাকান্দা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ মোস্তফা মন্তু (৪২)কে গাঁজা বিক্রি করার সময় আটক করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
মাদক কারবারি মোঃ মোস্তফা মন্তু উক্ত এলাকার মো: সায়েম উদ্দিনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে পাকুন্দিয়াসহ আশেপাশের এলাকাগুলোতেও বিক্রয় করে আসছে।
এ ঘটনায় কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply