আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি ঃ

বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার বাদ আছর শহরের শহীদী মসজিদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একি যায়গায় গিয়ে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে সংগঠনটির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা মুফতি মোঃ আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা এবিএম ইমদাদুল্লাহ্, সেক্রেটারি মোঃ রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, ময়মনসিংহের বিভাগীয় সাংগঠনিক মাওলানা জুবায়ের আহমেদ, ইসলামি যুব আন্দোলনের সভাপতি মোঃ রবিউল ইসলাম শাহীন ও ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের সন্ত্রাসী বাহিনীর হামলা সরকারের জন্যই বিপর্যয় ডেকে আনছে। একজন মেয়র প্রার্থীর ওপর হামলা চালিয়ে তারা ভোটারদের দূরে সরিয়ে রাখতে চাইছে। তাদের নিশ্চিত পরাজয় জেনেই আজ এই নেককারজনক ঘটনা ঘটিয়েছে, আমরা এর সঠিক বিচার না-পাওয়ার অবধি শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category