নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ ভৈরবে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় এস্কাফসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
কিশোরগঞ্জ জেলা পুলিশ এর মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৪ টায় ভৈরব থানার পঞ্চবটি নতুন রাস্তা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি জুয়েল (৪৫) ও জেরিন (১৯)কে এস্কাফ বিক্রয় করার সময় আটক করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করেন।
এস্কাফসহ আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় ভৈরব উপজেলার পঞ্চবটি নতুন এলাকার মোঃ খালেদ মিয়ার ছেলে জুয়েল এবং জেরিন মো: রাকিবের স্ত্রী ও জুয়েলের পুত্রবধূ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
এ ঘটনায় ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply