নিজস্ব কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান জানান, কিশোরগঞ্জ র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয়
মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকদ্রব্য ইয়াবা কিশোরগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোতে বিক্রয় করার জন্য নিয়ে আসছে। উক্ত তথ্যে র্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে ১০ জুন শনিবার সকাল ১১ টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আকবর নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় হাতেনাতে দুই মাদক কারবারি শফিকুজ্জামান রুবেল(২৬) ও শাকিল(১৯)কে আটক করে। এবং দেহ তল্লাশী করে তাদের নিকট থেকে ৩৯১৫(তিন হাজার নয়শত পনের) পিস ইয়াবা ২টি মোবাইল, নগদ-২,৮০০/-(দুই হাজার আটশত) টাকা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক দু’জন মাদক ব্যবসায়ীর মধ্যে শফিকুজ্জামান রুবেল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চারআনিপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে ও শাকিল ভৈরব উপজেলার শিবপুর কান্দাপাড়া গ্রামের বাচ্চু মিয়া ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় যে, তারা দীর্ঘদিন যাবত এসব মাদক ক্রয়-বিক্রয় করে আসছে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply