নিজস্ব প্রতিনিধি: গ্রন্থাগারের মান উন্নয়নের জন্য মতবিনিময়সভা ও বই বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা শহরের আলোরমেলাস্থ সরকারী গণগ্রন্থাগার অধিদপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইব্রেরীর সাবেক পরিচালক বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি বিশিষ্ট লেখক মোহাম্মদ জিল্লুর রহমান। প্রধান আলোচক ছিলেন জেলা সরকারী গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সহসভাপতি ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড.ইয়াসমিন আহমেদ, সহসভাপতি ফারহানা হাসনা তুলি, প্রকৌশলী মোঃ আ.রশিদ, স্কলাস্টিকা স্কুলের হেড অব এডমিন আসমা পারভীন এ্যানী, সিয়াম জিয়াম রহমান রাইসা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যডভোকেট শেখ নুরুন্নবী বাদল, জেলা পরিষদের সাবেক সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সী।
বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সদর উপজেলা শাখার সভাপতি আমিনুল হক সাদীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ফরিদ আহমেদ, কবি আলহাজ্ব তৈয়ব আলী, কবি রফিকুল ইসলাম খোকন,বৃক্ষপ্রেমী হোসাইন আলমগীর,কবি আশরাফি, সিদ্দিক স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মাহফুজা সোলতানা রুমা, কবি মোখলেছুর রহমান আখন্দ,শিল্পী বাবুল ভুইয়া, কবি আলমগীর অলিক প্রমুখ। পরে হাজী আ.খালেক স্মৃতি পাঠাগারের সৌজন্যে জেলার ১০টি পাঠাগারকে বই উপহার প্রদান করা হয়। এছাড়াও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদীর লিখিত জেলার গ্রন্থাগার সমূহের ইতিহাস বই অতিথিদেরকে উপহার প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলার বেসরকারী গণগ্রন্থাগারের প্রতিনিধিগণ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply