নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা বিক্রির সময় এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার (৮ জুন) রাত পৌনে ১২টার দিকে পাকুন্দিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সামনে অভিযান পরিচালনা করে ১২০ পিস ইয়াবাসহ হাতেনাতে মো. শাহ কুতুব ওরফে আশিক (২২)কে আটক করা হয়।
মাদক ব্যবসায়ী মো. শাহ কুতুব ওরফে আশিক উপজেলার জুনাইল গ্রামের একেএম আব্দুল আউয়ালের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবত বিক্রয় করে আসছে।
এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।