নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ সদরে মাদক বিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি ধরা পড়লো জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) জালে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ এর মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ (৬ জুন) মঙ্গলবার ভোর সকালে কিশোরগঞ্জ সদরের, ভৈরব টু ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়পোল মোড়ে মাদক বিক্রির সময় অভিযান চালিয়ে ২৫ (পঁচিশ) কেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃ খোকন ভূইয়া (৩৮) ও মোঃ সাদেকুল ইসলাম ওরফে সাদেক (৩৫)কে গ্রেফতার করেন।
গাঁজাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা, মো: খোকন ভূইয়া পাইকপাড়া এলাকার মৃত সৈয়দ ভূইয়ার ছেলে এবং মোঃ সাদেকুল ইসলাম ওরফে সাদেক চান্দী এলাকার মৃত মজনু ভূইয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘ দিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের জেলাগুলোতে বিক্রয় করে আসছে বলেও স্বীকার করে।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply