নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ-তাড়াইল আঞ্চলিক সড়কের ঘোষপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছে।
রোববার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ-তাড়াইল আঞ্চলিক সড়কের ঘোষপাড়া মোড়ে ঘোষপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় এর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, কিশোরগঞ্জ হতে তাড়াইলগামী ঘোষপাড়া মোড়ে একটি ডিসকাভার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাতনামা এক মোটরসাইকেলে আরোহী রাস্তার নীচে পড়ে যায়, সাথে সাথেই স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে তার পরিবারের লোকজন ছুটে এসে লাশটি হাফেজ নকীবুল খান (নকীব)’র বলে শনাক্ত করেন।
নিহত হাফেজ নকীবুল খান নকীব উপজেলার পুর্ব জাওয়ার এলাকার আনোয়ার খান এর ছেলে।
পরিবার সুত্রে জানা যায়, নকিবুল সকালে বাড়ি থেকে বের হয়ে হোসেনপুরে যায়, সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
Leave a Reply