নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে ভৈরবে ২৩ বোতল ফেন্সিডিল ও ১৭ বোতল এস্কাফসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব পুলিশ ফাঁড়ির একটি অপারেশনাল টিম।
কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জুন) বিকাল সাড়ে ৩টার সময় ভৈরব শহর পুলিশ ফাঁড়ির একটি অপারেশনাল টিম ভৈরব শহরের পোস্ট অফিস রোড এলাকায় অভিযান চালিয়ে তানিয়া (৩৫)কে আটক করে।
ফেন্সিডিল ও এস্কাফসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী তানিয়া ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়ার হযরত আলীর স্ত্রী।
তানিয়া একজন মাদক ব্যবসায়ী। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।
এ ঘটনায় ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply