আনোয়ার হোসাইনঃবাংলাদেশ নার্সেস এসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক ঘোষিত ৫ দফা দাবিতে সারাদেশ ব্যাপী মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কিশোরগঞ্জ এ সর্বস্তরের নার্সিং কর্মকর্তা এবং মিডওয়াইফারি শিক্ষার্থীদের সমন্বয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কিশোরগঞ্জ এর নার্সিং সুপারভাইজার জনাব আফসানা আক্তারের সভাপতিত্বে এবং নার্সিং কর্মকর্তা প্রকাশ সাহেবের সঞ্চালনায় অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দা নাফিজা ইসলাম নার্সিং কলেজের শিক্ষার্থী সাদিয়া জান্নাত, নার্সিং কর্মকর্তা পারভেজ সিদ্দিক রনি,আব্দুল্লাহ আল মামুন, মেডিসিন বিভাগের নার্সিং ইনচার্জ আলাল মিয়া, জেনারেল অপারেশন থিয়েটার এর ইনচার্জ মাহমুদা খানম, জরুরী বিভাগের ইনচার্জ জাহেদুল হক, বক্তারা তাদের বক্তব্যের শুরুতে নার্সিং পেশায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নার্সিং পেশার অবদানের কথা কৃতজ্ঞতার সহিত স্মরণ করেন।
কেন্দ্রীয় ৫ দফা দাবি বাস্তবায়ন মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন। পরিশেষে মানববন্ধন কে সফল করার জন্য উপস্থিত সকল কে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তীতে যে কোন কর্মসূচিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে মানববন্ধন এর সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply