হুমায়ুন রশিদ জুয়েল : কিশোরগঞ্জ সদর তাড়াইল সাচাইল ইউনিয়ন ও তালজাঙ্গা ইউনিয়ন সহ ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। তাড়াইল সাচাইল ইউনিয়নের জন্য ৪ কোটি ২২ লাখ ৬ শত ৭৭ টাকা এবং তালজাঙ্গা ইউনিয়নের জন্য ২ কোটি ৬০ লাখ টাকা উন্মুক্ত ইউপি বাজেট ঘোষণা করা হয়। গতকাল স্ব স্ব ইউপি প্রাঙ্গনে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তাড়াইল সাচাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃসাঈম দাদ খান নওশাদ এবং তালজাঙ্গা ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ আবু জাহেদ ভূইয়া। অনুষ্ঠান সঞ্চালনায় তাড়াইল সাচাইল ইউনিয়নের সচিব মোঃ মশিউজ্জামান এবং তালজাঙ্গা ইউনিয়ন এর সচিব মোঃআতাহার উদ্দিন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুবনা শারমিন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রওশনা জাহান উপজেলা সহকারী ভূমি কমিশনার তাড়াইল উপজেলা। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পলাশ কান্তি পাল জেলা সমন্বয়কারী দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক ও স্থানীয় আপামর জনসাধারণ সহ সাংবাদিক বৃন্দ।
Leave a Reply