নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ গাজিরটেক এলাকার একটি সেতুর উপর থেকে বিদেশি পিস্তলসহ ডাকাত সর্দার আব্দুল্লাহ উরফে জুয়েল (৩৪) কে গ্রেফতার করেছে ভৈরব থানার পুলিশ।
রোববার (২৮ মে) দুপুরে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. মাকছুদুল আলম জানান, শনিবার (২৭ মে) রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জুয়েল উপজেলার গজারিয়া ইউনিয়নের চান্দেরচর গ্রামের সরাফত আলীর ছেলে।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত জুয়েল একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে। মামলাগুলির মধ্য একটি অস্ত্র মামলা ও পাঁচটি ডাকাতির মামলা চলমান। নতুন করে আরেকটি অস্ত্র মামলা রুজু করে রোববার (২৮ মে) দুপুরে জুয়েলকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
Leave a Reply