নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ”জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ মে) রাত সাড়ে আটটায় জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান শুরু হয়ে ১০ টায় শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম বার), সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর এ পুরস্কার বাঙালি জাতির জন্য গর্বের। আমরা বাঙালী হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুত্রপাত হয় এমন প্রাপ্তিতে।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান শেষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে ২১ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
Leave a Reply