মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশালঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল অডিটোরিয়ামে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান মালার ২য় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকেলে নজরুল অডিটোরিয়ামে জমকালো আয়োজনে নজরুল জন্মবার্ষিকীর ২য় দিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, নেত্রকোনা-৩ আসনের সাংসদ অসীম কুমার উকিল, ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং, ময়মনসিংহ-৯ আসনের সাংসদ আনোয়ারুল আবেদীন খান, মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম, জাতীয় সংসদের মহিলা আসন-৪ এর সাংসদ সুবর্ণা মোস্তফা, মহিলা আসন-১৬ এর সাংসদ মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু,জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত-উর-রহমান শান্ত।
অনুষ্ঠানে সম্মানীয় বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্রী মিষ্টি কাজী।
স্মারক বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক এ.এফ.এম হায়াতুল্লাহ।
আলোচনা সভা শেষে নজরুল অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply