আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতার বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে সৈয়দ টিটুর মামলা

নিজস্ব প্রতিনিধি ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০০/৫০৬(।।)/১২০(খ) দঃ বিঃ ধারায় মামলা করা হয়েছে।

বুধবার (২৪ মে) সকালে জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলার বাদী সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন- তাই অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেছি।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বিচারক) অভিযোগটি আমলে নিয়েছেন এবং মামলাটি কিশোরগঞ্জ সদর মডেল থানায় তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আমরা বিএনপির ওই নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category