আজ ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইটনায় ৫২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ ইটনা উপজেলায় ৫২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ইটনা থানা পুলিশ।
সোমবার ২২ মে বিকাল সাড়ে তিনটায় ইটনার ওয়ারলেসপাড়া মোড় জামে মসজিদের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ তাজুল ইসলাম (৪০)কে ৫২৫ (পাঁচশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটক মাদক কারবারি মোঃ তাজুল ইসলাম সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ইসলামপুর গ্রামের মোঃ মোক্তার উদ্দিনের পুত্র।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানার এসআই (নিরস্ত্র) মো: খলিলুর রহমান খান ও সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ তাজুল ইসলামকে আটক করে তার নিকট থেকে পলিথিনে মোড়ানো ৫২৫ (পাঁচশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকায় উল্লেখ করে, এ ঘটনায় ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category