নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের হোসেনপুরে এক বাক-বুদ্ধি প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে মো: মোবারক হোসেন (১৯)কে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।
অভিযুক্ত মো: মোবারক হোসেন চরহাজিপুর এলাকার মো: জহিরুল ইসলামের ছেলে।
মামলার এজাহার ও প্রাথমিক তদন্তে জানা যায়, গত ১২ মে বিকাল অনুমান ৩ টার দিকে আসামি মো: মোবারক হোসেন ভিকটিমকে (২৩) কে তার প্রতিবেশী শহিদ মিয়ার পরিত্যক্ত বসত ঘরে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে। এদিকে ভিকটিমের মা তার মেয়েকে খুঁজতে খুঁজতে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উলঙ্গ ও যৌনাঙ্গে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়, ভিকটিমকে তার মা জিজ্ঞাসা করলে সে তার নিজস্ব ভাষায় ও ইশারা-ইঙ্গিতে প্রকাশ করে যে, আসামী মো: মোবারক হোসেন তাকে ধর্ষণ করেছে। এ ঘটনায় ভিকটিমের পিতা হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো: মোবারক হোসেনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।
মামলা রুজুর ৫ ঘণ্টার মধ্যে ১৫ মে ভোর ৫:৩০ ঘটিকায় এজাহারনামীয় আসামীকে তার বসতবাড়ী হতে হোসেনপুর থানা পুলিশ গ্রেফতার করে, জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply