মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশালঃবাংলাদেশ আওয়ামীলীগ ত্রিশাল পৌর শাখার ৯টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
১৪ই মে (রবিবার) বিকালে ঐতিহ্যবাহী সরকারি নজরুল কলেজ মাঠে পৌরসভার ৪,৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতেই জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ শামসুদ্দিন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ, সাবেক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দীন, পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, ফজলে রাব্বি, আশরাফুল ইসলাম মন্ডল প্রমুখ।
এছাড়াও উক্ত বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ গত ১৩ই মে (শনিবার) পৌরসভার ১,২,৩ ও ৫নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ত্রিশাল বাজার গো-হাটা মাঠে অনুষ্ঠিত হয়।
Leave a Reply