আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাজ্বী রইস উদ্দিন ভূঁইয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ পৌর এলাকার শোলাকিয়া নীলগঞ্জ মোড় সংলগ্ন ভূইয়া বাড়ী নিবাসী পুরান থানা লতিফ প্লাজার স্বত্বাধিকারী, সদর পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন এর বাবা প্রয়াত হাজ্বী মোঃ রইস উদ্দিন ভূঁইয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    ৫ মে শুক্রবার বাদ আছর শোলাকিয়া নীলগঞ্জ মোড় জামিয়া মসজিদে পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
    উক্ত দোয়া মাহফিলে স্থানীয় ও জেলার বিভিন্ন দলের নেতৃবৃন্দসহ এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও তার শুভাকাঙ্ক্ষীগণ অংশগ্রহণ করেন।
    দোয়ার পুর্বে প্রয়াত হাজ্বী মোঃ রইস উদ্দিন ভূঁইয়ার সংক্ষিপ্ত জীবনী পেশ ও এলাকার সকল মৃত ভিত্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম।

উল্লেখ্য, তিনি ফুসফুস সহ বিরলরোগে আক্রান্ত হয়ে দীর্ঘ ১ মাস ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থেকে সর্বশেষ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের (I C U)তে গত ২৬ এপ্রিল ভোর ৫ টায় দুনিয়ায় মায়া ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঐদিন বাদ মাগরিব শহীদি মসজিদে জানাজার শেষে শোলাকিয়া বাগেজান্নাত নূরানী কবরস্থানে দাফন করা হয়।

তিনি ভুইয়া পরিবারের ৬ ভাই ও ৪ বোনের মধ্যে ছিলেন ৪র্থ। মৃত্যুকালে ২ ভাই ২ বোন, স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও নাতী-নাতনীসহ বংশের অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category