আজ ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকার কখনো ব্যবসা করে না-ভর্তুকি দেয় (বিইএফ) ওরিয়েন্টশন কর্মশালায় জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে “স্থানীয় চেম্বারের মাধ্যমে পূর্ণঃ একত্রীকরণে প্রাইভেট সেক্টরের ভূমিকা বিষয়ক ওরিয়েন্টশন কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

২ মে মঙ্গলবার সকালে শহরের সতাল চেম্বারের নিজস্ব ভবনে, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) এর আয়োজনে এ কর্মশালা” অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – সরকার কখনো ব্যবসা করে না-শুধু ভর্তুকি দেয়। আর ব্যবসা করে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা একত্রিত হয়ে সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট সৃষ্টি করে তাদের ইচ্ছে মতো মূল্যে সাধারণ ক্রেতাদের নিকট সরবরাহ করে থাকে। এজন্য তিনি সিন্ডিকেটের বেড়াজাল থেকে বেরিয়ে কিশোরগঞ্জের ব্যবসায়ীদের প্রতি সততা ও নিষ্ঠার সহিত ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান।


উক্ত প্রশিক্ষণ কর্মশালায় কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মুজিবর রহমান বেলালের সভাপতিত্বে ও জেলা নাসিবের সভাপতি শেখ ফরিদ আহম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আই. সি. এম. পি. ডি বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর মোঃ ইকরাম হোসেন, বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশনের জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোঃ আসিফ আয়ূব, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাফেজ খালেকুজ্জামান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক  আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারীনেত্রী বিলকিস বেগম, উইমেন চেম্বারের সভাপতি ফাতেমাতুজ্জোহরা, চেম্বারের পরিচালক ইকবাল আহমেদ চৌধুরী অপু, শেখ আসাদুজ্জামান খোকন, খলিলুজ জামান, এ.কে.এম ফজলুল হক, হারুন-অর রশিদ, শামসুল ইসলাম শামীম, মকবুল হোসেন বকুল, জহিরুল ইসলাম সেলিম, মতিউর রহমান, আরিফুর রহমান বাবু, এনামুল হকসহ ব্যবসায়ী অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা এসময় সরকার ও ব্যবসায়ি নেতৃবৃন্দের নিকট কিশোরগঞ্জকে অর্থনৈতিক ও শিল্পাঞ্চল করার দাবি জানান।


এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শেখ জাবের আহমেদ, প্রশিক্ষণে অংশগ্রহণকারী পিছিয়ে পড়া ক্ষুদ্র ও মাঝারি ৩৫ জন ব্যবসায়ী, চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category