নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল শনিবার সকালে শহরের সতাল চেম্বারের নিজস্ব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মুজিবর রহমান বেলালের সভাপতিত্বে ও চেম্বারের পরিচালক শেখ ফরিদ আহম্মদের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাফেজ খালেকুজ্জামান। পরে ২০২২-২০২৩ বছরের কার্যবিবরনী পাঠ, আয়-ব্যয় পেশ ও অনুমোদন শেষে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, চেম্বারের পরিচালক ইকবাল আহমেদ চৌধুরী অপু, শেখ আসাদুজ্জামান খোকন, খলিলুজ জামান, এ.কে.এম ফজলুল হক, হারুন-অর রশিদ, শামসুল ইসলাম শামীম, মকবুল হোসেন বকুল,জহিরুল ইসলাম সেলিম, মতিউর রহমান, আরিফুর রহমান বাবু, এনামুল হকসহ ব্যবসায়ী অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা এসময় সরকারের নিকট কিশোরগঞ্জকে অর্থনৈতিক ও শিল্পাঞ্চল করার দাবি জানান।
Leave a Reply