মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশালঃ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে চিকনা বেপারী বাড়ি মিফতাহুল কোরআন মাদ্রাসার ২জন শিক্ষক ও ৪৪ জন অসহায় ও এতিম ছাত্রদের মাঝে ঈদ পাঞ্জাবি ও টুপি বিতরণ করে ত্রিশাল ইয়ুথ ক্লাব। ৪৬ জনের মাঝে ২১ জনের হাতে পৌঁছে দেওয়ার বাকি ২৫ জনের পাঞ্জাবি ও টুপি মাদরাসার শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়।
“ন্যায় নিষ্ঠা সত্য ত্যাগে আত্মোস্বর্গী হব ,তরুণ তারুণ্যে মোরা ত্রিশাল বাসীর পাশে রব”
এই স্লোগানকে সামনে রেখে ত্রিশাল ইয়ুথ ক্লাবের যাত্রা শুরু। ত্রিশাল ইয়ুথ ক্লাব অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। যুবকদেরকে মাদকের ছোবল থেকে রক্ষা করে সুনাগরিক করার লক্ষ্যে কাজ করে যাবে এই সংগঠন।
সকলের সহযোগিতায় ঈদ পাঞ্জাবি বিতরণে উপস্থিত ছিলেন, ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা আতিকুল ইসলাম হৃদয়, সদস্য মোঃ ইমামুল হাসান রিয়াদ, জান্নাতুল নাঈম, আলমগীর সরকার, আবু বক্কর সিদ্দিক রবিন, সুমন ঢালী, পারভেজ, সৌমিক দাস, ইমতিয়াজ আহমেদ সেজান, ফরিদ আহমেদ, সৌরভ সহ আরও অনেকেই।
Leave a Reply