নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম ক্বারী আব্দুস সালাম গোলাপ (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সন্ধ্যায় ঈদগাহ মসজিদে ইফতার প্রস্তুতিকালীন সময়ে স্ট্রোকে আক্রান্ত হলে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সময় তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোলাকিয়াসহ পুরো কিশোরগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া।
আগামীকাল মঙ্গলবার জোহরের নামাজের পর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে জানাজা শেষে তাকে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে।
Leave a Reply