আজ ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নবগঠিত ত্রিশাল বাজার ব্যবসায়ী কমিটির পরিচিতি, ইফতার ও দোয়া অনুষ্ঠিত

মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশালঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী নবগঠিত ত্রিশাল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নব-নির্বাচিত সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের আয়োজনে পরিচিতি সভা ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১০ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় সুতিয়া ব্রিজ সংলগ্ন রিভারকক্স রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ত্রিশাল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি ও প্রবীণ ব্যবসায়ী হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও বাজার পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা এবং বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র-১ ও ২নং ওয়ার্ড কাউন্সিলর রাশিদুল হাসান বিপ্লব, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমনসহ বাজার পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ ও সকল প্রবীণ ও তরুণ ব্যবসায়ীগণ।

পরিচিতি সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।এরপর ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category