আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবদীর অবস্থান কর্মসূচীতে আ’লীগের বাঁধা ও পুলিশের লাঠি চার্জে ছত্রবঙ্গ বিএনপি

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে নরসিংদী সদর উপজেলা বিএনপি’র আয়োজনে তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদের এবং ১০ দফা দাবীতে বিএনপি’র কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচী পালন করেছে। শনিবার ৮ এপ্রিল মাধবদী বাজারের কাশিপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে দুপুর ২টায় বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করে মাধবদী গরুরহাট ম্যানচেস্টার চত্বরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করছিল। এসময় বিএনপি’র কর্মসূচীর প্রায় শেষ পর্যায়ে মাধবদী শহর আওয়ামীলীগ ও মাধবদী থানা পুলিশ বিএনপি’র কর্মসূচী শেষ করে চলে যেতে বললে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে পুলিশ লাঠি চার্জ করলে বিএনপি’র নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। কিছু সময় ধরে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে ইট পাটকেল ছুড়তে দেখা গেছে। এসময় পুলিশের সাথে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অবস্থান করছিল। মুহুর্তের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। বিএনপির অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী। নরসিংদী সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেনেরে সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মোহসীন হোসেন বিদ্যুৎ, মাধবদী শহর বিএনপি নেতা আমানুল্লাহ, আনোয়ার হোসেন আনু, সোলায়মান কমিশনার, সাবেক ছাত্রদল নেতা মোঃ ওয়াসিম, বিএনপি নেতা শাহানউল্লাহ, সহিদুজ্জামান অপু, মাধবদী থানা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহাদাত হোসেন রাজিবপ্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category