আজ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে গণহত্যা দিবস পালিত

নিউজ ডেস্ক রিপোর্ট ঃ যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে (বামুকট্রা) ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।

২০২৩ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ট্রাস্টের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।
উক্ত আলোচনা সভায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এস এম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব (উপসচিব) তরফদার মো. আক্তার জামীল, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মাজেদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল লতিফ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্টের উপমহাব্যবস্থাপক (কল্যাণ) খোরশেদ। সভায় আলোচকবৃন্দ ২৫ মার্চ ঘুমন্ত, নিরস্ত্র, অসহায়, নিরীহ বাঙালিদের উপর সংঘটিত নির্মম গণহত্যার ওপর আলোকপাত করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে স্বাধীনতাকামী নিরীহ বাঙালিদের ওপর নির্মম গণহত্যা চালায় পাকিস্তান সেনাবাহিনী। এ গণহত্যার স্বীকৃতিস্বরূপ ২০১৭ সাল থেকে দিনটি জাতীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category