আজ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জোড়া খুনের বিচার চেয়ে কিশোরগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি ঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে সাত বছর পেরিয়ে গেলেও জোড়া খুনের বিচার নাহওয়ায় কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে জেলা শহর সমবায় সমিতির ভবনে জেলা হেযবুত তওহীদের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, হেযবুত তওহীদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ হিমসেল ভূঁইয়া। তিনি বলেন, গুজব ছড়িয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে ২০১৬ সালের ১৪ মার্চ নির্মমভাবে হেযবুত তওহীদের দুই সদস্য ইব্রাহিম রুবেল ও সোলায়মান খোকনকে গলা কেটে করে হত্যা করার পর তাদের শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ সাত বছর পেরিয়ে গেলেও এর বিচার কার্যক্রম শুরু হয়নি। বিচারের দীর্ঘসূত্রিতার ফলে মূল আসামীরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। তাই এই হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের বিচারকার্য শুরু করার জোর দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের ময়মনসিংহের বিভাগীয় রাজনৈতিক সম্পাদক মো. রহমত উল্লাহ রানা, কৃষি বিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইমতিয়াজ কবির তুতুল, সাংগঠনিক সম্পাদক মো. আরফান ভূঁইয়া, অর্থ সম্পাদক আবুল হাসেম, আইন বিষয়ক সম্পাদক মো. ইদিস মিয়া প্রমূখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category