আজ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি (২২,১৫) বছর পর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে হত্যা ও মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে (হত্যায় ২২ ও মাদকে ১৫) বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) এম এম সবুজ রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, চাঞ্চল্যকর কৃষক মুজিবর রহমান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে মামলা রুজুর ২২ বছর পর এবং মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ১৫ বছর পর গ্রেফতার সহ ২জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ।

গ্রেফতার দুইজনের মধ্যে সাজাপ্রাপ্ত আসামী কাজল মিয়া(৪৫) কুলিয়ারচর উপজেলার মাইজপাড়া এলাকার মৃত নাজির মিয়ার ছেলে। তিনি কৃষক মজিবুর রহমান হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং সাজা থেকে বাঁচতে দীর্ঘ ২২ বছর বিভিন্ন এলাকায় বিভিন্ন বেশে তিনি পলাতক ছিলেন। গ্রেফতার অপর সাজাপ্রাপ্ত আসামী মো. রনি ওরফে রাজু(৩৪) পাকুন্দিয়া উপজেলার শালংগা এলাকার মো. আপ্তাব উদ্দিনের ছেলে। তিনি একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সাজা এড়াতে তিনি দীর্ঘ ১৫ বছর বিভিন্ন এলাকায় বিভিন্ন বেশে পালিয়ে ছিলেন।
এদের মধ্যে কাজল মিয়াকে মঙ্গলবার, ২১ মার্চ দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম জেলার বায়েজিদ থানাধীন বেলতলা এলাকা এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর আসামি মো. রনি ওরফে রাজুকে একই দিন রাত সাড়ে নয়টার দিকে ঢাকা জেলার ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী কার্যক্রমের জন্য স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category