নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় ৪টি চোরাই মোটর সাইকেলসহ চুর চক্রের একজনকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
কিশোরগঞ্জ পুলিশ সুপারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এসআই (নিরস্ত্র) মহাসিন হাসান ও সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৮ মার্চ রাত প্রায় দশটার দিকে পাকুন্দিয়া থানাধীন আদিত্যপাশা সাকিনস্থ বিমল মিয়া (বিপ্লব) এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী বিমল মিয়া (বিপ্লব) (৩৯),কে আটক করে। ঘটনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন আসামি দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযানকারী দল আসামির তথ্য ও দেখানো মতে আসামির বসতবাড়ীর হাফ বিল্ডিং বাসার সামনের উঠান হতে ৪টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে তালিকামুলে জব্দ করে হেফাজতে নেয়া হয়।
আসামী বিমল মিয়া (বিপ্লব) আদিত্যপাশা গ্রামের বোরহান উদ্দিনের পুত্র।
এ ঘটনায় পাকুন্দিয়া থানা ৪১৩/৩৪ ধারায় মামলা নং ১১ দায়ের করা হয়েছে।
Leave a Reply