মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : মাধবদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী পালন করা হয়। ১৭ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় মাধবদী পৌরসভা হলরুমে।
প্রধান অতিথি হিসেবে মাধবদী পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিকের উপস্থিতিতে মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে জন্ম বার্ষিকীতে ১০৩ কেজি ওজনের কেক কেটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পৌর কাউন্সিলররা বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী পালন করেন। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল মিয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। পরে দোয়া পরিচালনা করেন মুফতী ইসহাক কামাল গাজী।
Leave a Reply