নিউজ ডেস্ক রিপোর্ট ঃ মিরপুরের চিড়িয়াখানা রোডে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন তাবানী বেভারেজ কোম্পানির জমিতে অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে সাহসী উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মোঃ আক্তার জামীল।
১৯ জানুয়ারি (বৃহষ্পতিবার) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ঢাকার মিরপুরস্থ শাহ আলী থানাভুক্ত ৪৭৪, চিড়িয়াখানা রোডে অবস্থিত তাবানী বেভারেজ কোম্পানি লিঃ (পুরাতন কোকাকোলা) এর ৭.২৫ জমির মধ্যে ৩২ শতক জমিতে কিছু সংখ্যক বহিরাগত অবস্থান করছিলো। ফলে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে উক্ত জায়গায় কোনো উন্নয়নমূলক কাজ করা সম্ভব হচ্ছিল না। একাধিকবার অভিযান পরিচালনার চেষ্টা করা হলেও নানা কারণে সেটি সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১৯ জানুয়ারি ২০২৩ অভিযান পরিচালনাপূর্বক অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমি ট্রাস্টের নিয়ন্ত্রণে আনা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা কালে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মোঃ আক্তার জামীল এর পরিচালিত মোবাইল কোর্টে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বিক সহায়তা প্রদান করেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫ প্লাটুন পুরুষ ও পুলিশ লাইন্স মিরপুরের ১ প্লাটুন নারী পুলিশ সদস্য এবং শাহ আলী থানার পুলিশ সদস্যগণ।
Leave a Reply