আজ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিশালে ‘তারুণ্যের’ সহযোগিতায় মাদ্রাসার দুই বছরের কষ্ট দূর

মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চিকনা মনোহর দিঘালিয়াপাড়া বায়তুল রহমান জামে মসজিদ ও জামিয়া আখলাকিয়া মাদরাসায় গত দুই বছর যাবত জানালায় থাই ছিলো না। সাংবাদিক আবদুল্লাহ আল ফাহাদ এই বিষয়টা রিয়াদকে জানায়। রিয়াদ তারুণ্যের ময়মনসিংহ ত্রিশাল উপজেলা টিম নিয়ে থাই মেনেজ করার কাজে আত্মনিয়োগ করে করে। সকলের সহযোগিতায় ৯২০০৳ ব্যয়ে জানালার থাই লাগিয়ে দেয়।
৭ জানুয়ারি (শনিবার) জানালায় থাই সঠিকভাবে লাগানো হয়েছে কিনা! তা পরিদর্শন করতে যায় তারুণ্যের ময়মনসিংহ ত্রিশাল উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন আহবায়ক জান্নাতুল নাঈম, প্রতিষ্ঠাকালীন যুগ্ম-আহবায়ক ইমামুল হাসান রিয়াদ, বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি ইমতিয়াজ আহমেদ সেজান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ইজাজ খান সান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম সানি মল্লিক। পরিদর্শন শেষ মাদরাসার হুজুর হাফেজ মাওলানা মোঃ শফিক আহমেদ সাহেব ও হাফেজ মোঃ আল-মুমেন সাহেব সহ মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category