নিজস্ব প্রতিনিধি ঃ “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়ব সমাজসেবায়’’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও সমাজসেবার আয়োজনে সোমবার (২ জানুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের নগুয়া এলাকায় নির্মিত জেলা সমাজসেবা অধিদপ্তরের নতুন ভবনের মিলনায়তনে বিভিন্ন শ্রেণি পেশা ও উপকারভোগী নারী-পুরুষের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন।
সমাজসেবা অধিদপ্তরের সাবেক কর্মকর্তা মোঃ কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় আমন্ত্রিত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – জেলা সমাজসেবার সাবেক উপ-পরিচালক মোঃ শামসুল আলম, প্রাক্তন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদ উল্লাহ, জেলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবীর, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারীনেত্রী বিলকিস বেগম, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্ছু, সিনিয়র সাংবাদিক আলম সারোয়ার টিটু, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি লেখক আমিনুল হক সাদী প্রমূখ।
জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ শহীদুল্লাহ্ উপস্থাপন করেন সমাজসেবা কার্যক্রমের বিভিন্ন সফল কর্মসূচি।
আলোচনা শেষে অতিথিবৃন্দের মাধ্যমে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে (“উত্তরণ সমাজকল্যাণ সংস্থার ২ টি ও বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির ১ টি) সেলাই মেশিন বিতরণ করা হয়।
Leave a Reply