সঞ্জিত চন্দ্র শীল হোসেনপুর :কিশোরগঞ্জের হোসেনপুরে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
রবিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ ও হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
মাঠে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধারন সম্পাদক এম এ হালিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, পৌর আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ,মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ,সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এস এম জহির রায়হান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা প্রমূখ।
নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা ভীষণ উচ্ছ্বসিত হয়।
উল্লেখ্য, এ বছর হোসেনপুর উপজেলায় ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি মাদ্রাসা, ১০৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্ন্টেন,সংযুক্ত বিদ্যালয়,আন-রেজি.বিদ্যালয়সহ ২০৬টি প্রতিষ্টানের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তোলে দেওয়া হয়।
Leave a Reply