মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ডে নতুন আঙ্গিকে প্রতিষ্ঠিত এ্যাকটিভ মডেল স্কুল এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২৬ডিসেম্বর সোমবার সকালে স্কুল মাঠে উপজেলা অবঃ কৃষি কর্মকর্তা আব্দুল আউয়ালের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ,
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির আলম খান সহ স্কুলের পরিচালনা কমিটির নেতৃবন্দ,শিক্ষক ছাত্র/ছাত্রী ও স্থানীয় শিক্ষানুরাগীরা।
এসময় মেয়র আনিছ তার বক্তব্যে বলেন, তথ্য প্রযুক্তির যুগে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে এখানে উন্নত ও মান সম্মত শিক্ষাই একমাত্র এগিয়ে যাওয়া রাস্তা। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা নিয়ে যে পদক্ষেপ নিয়েছে ২০৪১সালে বাংলাদেশের প্রতিটা মানুষ হবে দক্ষ ও পারদর্শী।আগামী দিনে বাংলাদেশকে আরো এগিয়ে নিতে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আজকের এই এ্যাকটিভ মডেল স্কুলকে আমি আহ্বান জানাবো যাতে নতুন প্রজন্মকে কারিগরি ও স্ব-শিক্ষা প্রদান করে সুশিক্ষিত একটি সমাজ প্রতিষ্ঠা করেন।