মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল প্রতিনিধিঃময়মনসিংহের ত্রিশাল বাজারে গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০জন ব্যবসায়ীদের মাঝে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ২৫ ডিসেম্বর রবিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে দুই বান (১৬টি) করে ঢেউটিন ও ৬ হাজার টাকার অর্থ সহায়তা চেক এবং একটি করে কম্বল বিতরণ করা হয়।
ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ ও সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি, আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এএনএম শোভা মিয়া আকন্দ, সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন,পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোকসেদুল আমিন মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, গোলাম কিবরিয়া প্রমুখ।